প্রতিনিধি,মুক্তিযোদ্ধাঃ আজ ফের শহরে বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। হেস্টিংসের কার্যালয়ে জরুরি বৈঠক করবেন তিনি। বঙ্গবিজেপির একাধিক বড় নেতারা থাকবেন এই বৈঠকে। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই মহাগুরুকে নিয়ে বিশেষ পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি। হেস্টিংসের কার্যালয়ে এই বিশেষ বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সব বিধায়করা।অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে একুশের ভোেটর পর আর বঙ্গে তাঁকে দেখা যায়নি। কয়েকদিন আগে শহরে এসেছিলেন মহাগুরু। মূল উপলক্ষ্য ছিল টেলিভিশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়া। তবে সেই ফাঁকে বিজেপি কার্যালয়ে গিয়ে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতারা। তাই নিয়ে প্রবল জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।বুধবার ফের শহরে আসছেন মহাগুরু তথা বিজেপি নেতা মিঠন চক্রবর্তী।এবারও উপলক্ষ্য টেলিভিশন শো। তবে একাধিক রাজনৈতিক কাজও রয়েছে তাঁর। সূত্রের খবর বিজেপির নির্বাচনী কার্যালয় হেস্টিংসে আজ বৈঠক করেবেন মিঠুন চক্রবর্তী। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির একাধিক নেতারা। মনে করা হচ্ছে আগামী দিনে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে বিশেষ কোনও পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি।বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর পুরসভা ভোটেও তেমন কিছু করে উঠতে পারেনি বিজেপি। এবার তাই টার্গেট করা হয়েছে পঞ্চায়েত ভোটকে। মনে করা হচ্ছে মমতা সরকার পঞ্চায়েত ভোট এগিয়ে আনার পরিকল্পনায় রয়েছে। তাই আর সময় নষ্ট করতে রাজি নয় বঙ্গ বিজেপি। এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। সূত্রের খবর গ্রামবাংলায় মিঠুনের জনপ্রিয়তাকে ভোটব্যাঙ্ক বাড়াতে কাজে লাগাতে চাইছে বঙ্গ বিজেপি। সেকারণেই বুধবার মহাগুরুকে নিয়ে বিশেষ বৈঠকে বসছেন সুকান্ত মজুমদাররা।