সাজানো রণকৌশলেই উপ রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন জগদীপ ধনখড়। বড় ধাক্কা বিরোধী শিবিরে। ধনখড়ের কাছে হারতে হল বিরোধী পদপ্রার্থী মার্গারেট আলভাকে। আর এই হারের পরেই বিরোধী শিবিরকে একহাত নিলেন তিনি। বিশেষ করে যারা বিরোধী অবস্থানে থেকেও ভোট দিলেন না।উল্লেখ্য উপ রাষ্ট্রপতি নির্বাচনে এবার অংশ নেয়নি তৃণমূল কংগ্রেস। আর এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই একাধিকবার নরমে-গরমে তৃণমূলকে আক্রমণ করেছেন আলভা। কিন্তু ভোটে হারতেই ফের একবার নাম না করে তৃণমূল সহ ‘ষড়যন্ত্রী’ বিরোধীদের আক্রমণ করলেন আলভা মার্গারেট।বিশেষ করে বিরোধী থেকেও বিজেপিকে সমর্থন করছেন তাঁদের নিয়ে কার্যত বিস্ফোরক মার্গারেট আলভা। তিনি বলেন, কিছু বিরোধী শক্তি বিরোধী অবস্থানে থেকেও বিজেপিকে সমর্থন করছে। যা ঐক্যবদ্ধ বিরোধীদের ধারণাকে লাইনচ্যুত করার চেষ্টা বলে মন্তব্য উপ রাষ্ট্রপতি পদপ্রার্থীর।
বলে রাখা প্রয়োজন, উপ রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী হিসাবে তৎকালীন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে। সেই মতো ভোটে ৫২৮টি ভোট তাঁর পক্ষে যায়। শেখানে আলবার পক্ষে জায় মাত্র ১৮২ টি ভোট। ১৫টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মোট ৭২৫টি ভোট পড়েছে।আর এই ফলাফল সামনে আসার পরেই উচ্ছ্বসিত বিজেপি শিবির। পালটা একটি টুইট করেছেন মার্গারেট আলবা। যেখানে প্রথমেই জগদীপ ধনখড়কে নির্বাচনে জেতার জন্যে ধন্যবাদ দিয়েছেন। আর এরপরেই কার্যত বিরোধী শিবির বিশেষ করে যারা বিজেপির পক্ষে এমন রাজনৈতিক দলকে কড়া ভাষায় সমালোচনা করেছেন মার্গারেট।মার্গারেট টুইটে লিখছেন, ধনখড় উপ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার জন্যে ধন্যবাদ। এরপরেই বিরোধী সমিস্ত নেতা এবং সমস্ত দলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে যারা তাঁকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আর এরপরেই আরও একটু টুইটে নিশানা করে লিখছেন, এক নির্বাচন বিরোধীদের জন্যে একসঙ্গে কাজ করা, অতীতকে পিছনে ফেলা এবং একে অপরকে বিশ্বাসের একটা জায়গা ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছু বিরোধী দল সরকারি কিংবা পরোক্ষ ভাবে বিজেপিকে সাপোর্ট করতেই ব্যস্ত বলেই টুইটে ইঙ্গিত আলভার।শুধু তাই নয়, তাঁর মতে, এই প্রয়াস বিরোধী জোটের ভাবনাকে বিপথে চালিত করছে। এমনকি এই সমস্ত বিরোধী দলগুলি এবং তাঁদের নেতারা অজান্তেই লোকসান করছে বলেও টুইটে লিখছেন আলভা। ওই টুইটের সুত্র ধরেই সর্বশেষে তিনি লিখছেন, এই নির্বাচন তো শেষ হয়ে গেল। কিন্তু সংবিধানের রক্ষা, গণতন্ত্রকে মজবুত এবং সংসদের গরিমাকে বহাল রাখার লড়াই জারি থাকবে বলে কার্যত হুঁশিয়ারি মার্গারেটা আলভার।বলে রাখা প্রয়োজন, রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপ নির্বাচনেও একাধিক ক্রশ ভোটিং হয়েছে। আর তা যে মার্গারেট আলভার মনে লেগেছে তা কার্যত তাঁর টুইটেই বুঝিয়ে দিয়েছেন তিনি।