প্রতিনিধি উজ্জ্বল ভট্টাচার্য্য:-
ইং ২৯ শে এপ্রিল ২০২২ শুক্রবার নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য গঠিত হলো ‘শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের নতুন কমিটি।
এবারের নির্বাচনে আগামী দুই বছরের জন্য শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের নতুন নতুন কমিটিতে সভাপতি পদে একটি পদে থাকলেও দুজন ভোটপ্রার্থী একই সংখ্যার ভোট পাওয়ায় দুজন সভাপতি পদে হয়েছেন। এবং সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বছর একজন এবং অপরজন দ্বিতীয় বছর সভাপতির পদ সামলাবেন।
মোট ২১০ জন্য সদস্য হলেও শুক্রবার মোট ১৯৮ জন্য সদস্য ভোট দেন এবং মোট ১৯জন প্রার্থী নির্বাচিত হন। এবারের নির্বাচনে সভাপতি পদে মানস ব্যানার্জি (প্রথম বছরের জন্য) এবং সঞ্জিত সেনগুপ্ত (দ্বিতীয় বছরের জন্য) সহ সভাপতি পদে অলক সরকার ও ইরফান-ই-আজম নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত অংশুমান চক্রবর্তী। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে তারক সরকার ও শুভদীপ রায় নন্দী, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ চৌধুরী ও সহ কোষাধ্যক্ষ পদে অভ্র বরণ চট্টোপাধ্যায় সহ ১১ জন কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যার মধ্যে তিন জন্য মহিলা আছেন।