১লা মে এই দিনটি সকলের কাছে মেহনতি মানুষদের শ্রমিক দিবস হিসেবে পালিত হয় সর্বত্র। কিন্তু এরই মাঝে রৌদ্র তাপে গরমে সাধারণ মানুষদের এক বেঁচে থাকার লড়াই, সেই লড়াইয়ে মানুষদের পাশে থাকবার জন্য সামিল হলেন এই শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মেমোরিয়াল কমিটি। আয়োজন করলেন দুই মাস ব্যাপি পথ চলতি মানুষদের জন্য একটু বিশ্রামের ব্যবস্তা ও ঠান্ডা পানীয় জল ও মিষ্টি।আজ তার উদ্ভোধন করলেন এই কমিটির সদস্য গণরা।সারা বছরের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আজকের এই মানব কল্যানে পাশে থাকার এই উদ্যোগ সাধারণ মানুষদের মন জয় করে নিয়েছেন ও সকলের আশীর্বাদ এই কমিটিকে আরো সুন্দর কাজ করবার প্রেরণা যোগাবে।।