প্রতিনিধি উজ্জ্বল ভট্টাচার্য্য
শিলিগুড়িতে এসে শিলিগুড়ি পুর নিগম এর মেয়র গৌতম দেবের সাথে দেখা করলেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী, তিনি জানতে গেছেন শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের খেলা ধুলার প্রসার করার লক্ষ্যেই বুধবার শিলিগুড়িতে এসে মেয়র গৌতম দেব এর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী। তিনি কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এ নিয়ে স্থানীয় অধিকাংশ খেলার জগৎ এবং সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে কানাঘুষো এবং জল্পনা।
এবিষয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিকদের বলেন
ভারতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন ভরত ছেত্রী আজ পুর নিগমে এসে সাক্ষাৎ করলেন, উনি এদিকের খেলা ধুলার প্রসারে আমাদের সাথে একত্রে কাজ করতে চান তথা মমতা বন্দ্যোপাধ্যায় মতাদর্শে চলতে চান ।
এছাড়াও গৌতম দেব আরও বলেন আজ খেলা ধূলার বিষয়ে আরো অনেক আলোচনা হয়েছে তার সাথে। এ বিষয়ে আগামীতে আরও বিস্তারিত ভাবে তার সাথে আলোচনা হবে।