প্রতিনিধি:-
গতকালের চেয়ে আরও বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল যেখানে ৩,৩০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেই সংখ্যাটা এবার বেড়ে হয়ে গিয়েছে ৩৩৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ৭৪ জন দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাপ্তাহিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ০.৬৩ শতাংশ। এদিকে পরিস্থিতি মোকাবিলায় আজ শিশুদের টিকাকরণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে নীতি আয়োগ।গতকাল যেমন এক লাফে অনেকটা এগিয়ে গিয়েছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। আজ সেই তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ঠিকই তবে তুলনামূলক ভাবে সংখ্যাটা কম। ৭৪ জন নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। বেড়েছে সাপ্তাহিক পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬০ জন। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। েযখানে একেবারে নায়ের পর্যায়ে চলে গিয়েছিল দেশে করোনা সংক্রমণ সেটা হঠাত্ করে অনেকটাই বেড়ে গিয়েছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় রয়েছে কেন্দ্র।
বিদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পর করোনা আক্রান্ত হয়েছেন আইএমএফ প্রধান ক্রিস্টািলনা জর্জিভা। নিজেই জানিয়েছেন তাঁর করোনা সংক্রমণের কথা। জর্জিয়ার মদ্যু উপসর্গ থাকায় তিনি বাড়িতেই আইসোেলশনে রয়েছে। বিশ্বের একাধিক দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়া ২ মে থেকে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে।
এদিকে গবেষকরা জানিয়েছেন ভারতে জুন মাসে শুরু হয়ে যাবে করোনার চতুর্থ ওয়েভ। অগস্ট মাসে সেটা চরমে উঠবে বলে জানিয়েছেন তিনি। মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন। মহারাষ্ট্রের ঠানেতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল উদ্ধব ঠাকরে দাবি করেছিেলন করোনা ভাইরাসের সংক্রমণের চতুর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে রাজ্যে।
সূত্রের খবর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের করোনা িটকাকরণে জোর দিচ্ছে মোদী সরকার। ইতিমধ্যেই শিশুদের করোনা টিকা তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে ভারত বায়োটেক। আজ নীতি আয়োজ ৫-১২ বছরের শিশুদের করোনা টিকা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুিলর সঙ্গে বৈঠকে করোনা টিকাকরণে জোর দিয়েছেন।