প্রতিনিধি:-
কংগ্রেসের সাথে হাত মেলানোর পূর্বে ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়ে উঠল প্রশ্ন। গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেসের মধ্যে বেশ কিছু দ্বন্দ্বের খবর মিলেছে প্রশান্ত কিশোরকে নিয়ে। যদিও দলের বেশিরভাগ নেতাই প্রশান্ত কিশোরকে দলে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে। তবে কেউ কেউ চান কৌশলবিদ প্রশান্ত কিশোর আগে অন্যান্য দল থেকে ছিন্ন হোন,প্রশান্ত কিশোর যদি তৃণমূল কংগ্রেস ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির মতো দল থেকে নিজেকে দূরে সরিয়ে না নেন, তবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়া মুশকিল। তিনি তৃণমূল ও তেলেঙ্গানার সঙ্গে যুক্ত ছিলেন এবং কাজ করেছেন। তারপর এখন কংগ্রেসে সরাসরি যোগ দিতে চাইছেন এবং চাইছেন কংগ্রেসের হয়ে কৌশল নিরূপণ করে বিজেপিকে ২০২৪-এর ভোটে হারাতে।প্রশান্ত কিশোরের মস্তিষ্কেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত বিজয় লাভ করেছিলেন। তারপর থেকেই প্রশান্ত কিশোর চাইছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির ময়দানে নামতে। তিনি বিরোধী দল হিসেবে কংগ্রেসের পুনরুজ্জীবনে সচেষ্ট হতে চাইছেন এবং বিরোধী ঐক্যের নেতৃত্বে কংগ্রেসকে আনার পক্ষে নিজের মত ব্যক্ত করেছেন।এ ব্যাপারে একজন প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেস বা টিএমসি এবং তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে কাজ করছেন। আমরা চাই তিনি নিজেকে অন্য দল থেকে আলাদা করুন এবং শুধুমাত্র কংগ্রেসের জন্য কাজ করুন। দলের সভাপতি সোনিয়া গান্ধী শীঘ্রই প্রশান্ত কিশোরের অন্তর্ভুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা করবেন, কিন্তু তার আগে প্রশান্ত কিশোরকে শুধু কংগ্রেসি হয়ে ওঠার বার্তা দিলেন।কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে আলোচনার পরে দলের মধ্যে প্রশান্ত কিশোরের ভূমিকা নির্ধারণ করা হবে। ইতিমধ্যে প্রশান্ত কিশোরের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের কৌশলের কর্মপরিকল্পনা বিবেচনা জন্য গঠিত কমিটি কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর কাছে রিপোর্ট জমা দিয়েছে।তবে প্রশান্ত কিশোরের তরফেও কিছু দাবিও করা হয়েছে। কৌশলবিদ প্রশান্ত কিশোর জানিয়েছেন, তিনি তাঁর কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্বাধীনভাবে কাজ করতে চান। প্রশান্ত কিশোর শুধুমাত্র কংগ্রেস সভাপতির কাছে রিপোর্ট করেই ক্ষান্ত থাকতে চান না, এর পাশাপাশি তিনি চান যে সমস্ত রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে, সেইসব রাজ্যে কৌশল বাস্তবায়নের ক্ষমতাও। এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের কৌশল নিয়ে কংগ্রেসে নীতি ও পথ পরিবর্তনের সুপারিশ করে কিছু প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি কংগ্রেসের সিনিয়র নেতাদের একটি দল তাঁদের সুপারিশও পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর কাছে দিয়েছে। সবদিক বিচার-বিবেচনা করে সাংগঠনিক পরিবর্তনের আর্জি জানিয়েছেন তাঁরা।প্রশান্ত কিশোর গ্র্যান্ড ওল্ড পার্টিকে পুনরুজ্জীবিত করার জন্য যে সমস্ত প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আলোচনার জন্য দলের কিছু নেতা সোমবার আবার দেখা করবেন। তখনই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয়ে কিছু তথ্য তুলে ধরবেন তাঁরা।অতীতে বিজেপি, জেডিইউ, টিএমসি এবং কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার জড়িত থাকার কারণে তাঁকে নিয়ে কিছু সিনিয়র নেতার সংশয় ছিল। তাঁদের বেশিরভাগই অবশ্য প্রশান্ত কিশোরকে কংগ্রেসে অন্তর্ভুক্তি করার পক্ষে কিন্তু তাঁকে অন্য দলের সংসর্গ ছাড়তে হবে বলে তাঁরা জানাবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে।