প্রতিনিধি, মুক্তিযোদ্ধিঃ- রাজ্যে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বাণিজ্য সম্মেলনের। থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। প্রবল বিরোধের মাঝেও ফের একবার একমঞ্চে দেখা যাবে দুই নেতাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকছেন না,এই নিয়ে গতকাল থেকেই বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ পত্র পাঠালেও প্রধানমন্ত্রীকে সেভাবে আমন্ত্রণ জানানো হয়নি।বুধবার রাজ্যে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে লগ্নিটানতে প্রতিবছরই এই বাণিজ্য সম্মেলন করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেল থেকেইশুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। নিউটাউনের ইকোপার্কে শিল্পপতিদের সঙ্গে নৈশভোজ সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল থেকেই তিনি ইকোপার্কের গেস্ট হাউসে রয়েছেন। আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়ার কথা বাণিজ্য সম্মেলনের।দেশ বিদেশ থেকে একাধিক শিল্পপতি যোগ দিতে আসছেন এই সম্মেলনে। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান, কেনিয়া সহ একাধিক দেশের শিল্পপতি অথবা তাঁদের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। আসছেন ভারতেরও একাধিক শিল্পপতি। গতবার আম্বানিরাও যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। এবারে তাজপুরকে কেন্দ্র করে শিল্প সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করছে রাজ্য সরকার। কারণ তাজপুরে গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী। এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সিঙ্গুর কাণ্ডের পর রাজ্যকে শিল্পবান্ধব বলে দেশবাসীর কাছে তুলে ধরতেই প্রতিবছর মমতা সরকারের এই উদ্যোগ।এই শিল্প সম্মেলনে একাধিক বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় রয়েছে গাড়ি-গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানা করতে পারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। কুমারমঙ্গলম বিড়লা, সঞ্জীব মেহতা,সজ্জন জিন্দল,দীনেশ কুমার খাঁড়া সহ একাধিক শিল্পপতির উপস্থিতি থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়া থাকবেন আর বি মিত্তল, ওয়াই কে মোদি, নিরঞ্জন হিরানান্দানি, হর্ষবর্ধন নেওটিয়া, ওয়াই সি দেবেশ্বর, সঞ্জীব গোয়েঙ্কা, উমেশ চৌধুরী, পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, রুদ্র চট্টোপাধ্যায়, পুনীত ডালমিয়া সহ একাধিক শিল্পপতি। গতকাল নৈশ ভোজেই এক দফা আলোচনা হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।রাজ্যের শিল্পসম্মেলনের প্রথম দিন থেকেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো নিয়ে বিতর্ক শুরু করেছে বিজেপি। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেবল আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সেরকম ভাবে উপস্থিত থাকার কথা বলা হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন। এই নিয়ে গতকাল থেকে তপ্ত রাজনৈতিক মহল। এদিকে আজ শিল্প সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যাবে রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।