সোমবার ৪ঠা এপ্রিল বারাসাত বিদ্যাসাগর সভাকক্ষে কল্যাণী প্রাইভেট আইটিআই এর উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের উদ্দ্যেশে রক্তদান শিবির,দুঃস্থ ছাত্র-ছাত্রী দের সাহায্য ও অক্সিজেন্ সিলিন্ডারের জন্য আর্থিক অনুদান এছাড়াও দেশের কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষাথীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগে অভিনব প্রয়াস আজকের এই শুভ অনুষ্টানে।এমপ্লায়াবিলিটি ডেভলপমেন্ট সেল এডুকেশন এন্ড চ্যারিটেবল টার্স্ট এই উদ্যোগে সহযোগিতা হাত বাড়িয়েদিয়েছেন।ছিলেন হন্ডার মতন নামিদামি কোম্পানিও।তাছাড়াও উপস্থিত ছিলেন রতন কান্তি ধর,সুতানু ব্যানার্জি,প্রিন্সিপাল সৈকত হালদার,সেক্রেটারি সুমন গুছাইত ও কোষাধ্যক্ষ এনজিলা ঘোষ (গুছাইত) প্রমুখ ব্যক্তিবর্গ।