প্রতিনিধি:-
বৃহস্পতিবারই গ্রেফতার করা হয় তৃণমূলের ব্লক সভাপতি আনারুল ইসলামকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তাঁকে গ্রেফতার করা হয়। আর এরপরেই আজ শুক্রবার রামপুরহাট আদালতে তোলা হয় তাঁকে। আর সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বিস্ফোরক প্রভাবশালী তৃণমূল নেতা। নিজেকে নির্দোষ দাবি করে আনারুল বলেন, আমি নির্দোষ। দিদির নির্দেশে আত্মসম্পর্ন করেছি।তবে যা বলার আদালতেই তিনি জানাবেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা।
তবে ঠিক কি বলবেন সে বিষয়ে বিস্তারিত ভাবে কিছু বলতে চাননি। তবে এহেন ইঙ্গিত ঘিরে আশঙ্কা কালো মেঘ! তাহলে কি অগ্নিকান্ডের ঘটনায় বড়কিছু ফাঁস করতে চান আনারুল? তবে আনারুল এদিন আরও জানান, জন্মলগ্ন থেকে তৃণমূল করে এসেছি। তবে তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা যাচ্ছে, তাঁকে জেরা করতে চেয়ে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।
উল্লেখ্য, রামপুরহাটে ভয়াবহ হত্যা-কাণ্ডের পরেই আনারুলের নাম উঠে আসে। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি তাঁর অনুগামীরা একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ সামনে আসে। এমনকি যথা সময়ে তাঁকে পুলিশে খবর দেওয়ার বিষয়ে গ্রামবাসীরা জানালেও কিছুই সে করেনি বলেও অভিযোগ সামনে আসে।
কিন্তু এরপরেও তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। গতকাল বৃহস্পতিবার একেবারে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তাঁর কথা সামনে আসে। আর এরপরেই দ্রুত আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। যেখানেই থাকুন সেখান থেকে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন খোদ প্রশাসনিক প্রধান।আর এরপরেই আনারুলের বিশাল বাড়ি ঘিরে ফেলে পুলিশ। যদিও সেখানে তাঁকে না পাওয়া গেলেও পরে তারাপীঠের একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ফোনের লোকেশনের সুত্র ধরেই আনারুলকে গ্রেফতার করা হয়।যদিও এদিন তিনি আত্মসমর্পন করেছেন বলে জানিয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা।
যদিও গ্রেফতারের পর থেকে তারাপীঠ থানাতেই দফায় দফায় জেরা করা আনারুলকে। খোদ পুলিশ সুপার-অতিরিক্ত পুলিশ সুপার আনারুলকে গ্রেফতারের পর থেকে জেরা করেন। এমনকি খতিয়ে দেখা হয় আনারুলের ফোনের তালিকাও। ঘটনার পর থেকে কাকে কাকে ফোন করেছেন তিনি সে বিষয়ে তালিকার বের করে আনা হচ্ছে।যদিও আনারুলের অনুগামীদের দাবি, তাঁদের দাদাকে ফাঁসানো হয়েছে। এমনকি অনুব্রত মন্ডল আনারুলকে ফাঁসিয়েছে বলেও অভিযোগ অনুগামীদের। তাদের মতে, আনারুল সবসময়ে বিপদে আপদে সবার পাশে থেকেছেন। এমন ঘটনা উনি ঘটাতেই পারেন না বলে দাবি।