উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাত হসপিটালে C.M.O.H অফিসে অফিসারের হাতে ডেপুটেশনে জমা দিলেন মহিলা স্বাস্থ্য কর্মীবৃন্দ।যাহারা দিনের পর দিন মানুষের সেবায় নিজেদের জীবনকে আত্মবলিদান দিয়েছেন এই ভহাভয় ভাইরাস করোনার সময় সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছেন আজ তাদেরকেই তাদের মূল্যবান সেবা থেকে সরিয়ে দিয়ে অস্থায়ী কর্মী নিয়োগ করে স্বাস্থ্য ব্যবস্থাকে খাঁদের কিনারায় ফেলতে চাইছেন তারই প্রতিবাদে পাঁচ মাস আগে থেকেই চিফ মেডিকেল অফিসারকে জানিয়েও আজও কোনো সুরাহা না পাওয়ায় আবারও একবার অনুরোধের বার্তা নিয়ে হাজির অফিসারের সামনে যদি এবারও মুখ ফিরিয়ে নিয়ে কোনো সুরাহা না করলে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান।।