৫ ও ৬ই মার্চ হৃদয়পুরে সুধা স্মৃতি সংঘে দুই দিনের উসু এসোসিয়েশনের কোচিং ক্যাম্প সম্পন্ন হলো।উদ্বোধনীর প্রথম দিন তৃণমূলের আই এন সির সভাপতি তাপস দাশগুপ্ত সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।এছাড়াও দ্বিতীয় দিন এস.ডি পি.ও মহাশয় সহ এলাকার কাউন্সিলার প্রণব বাবু ও বিশিষ্ট গুণীজনের এসে এই অনুষ্ঠাটি একটি অন্য বিশেষ ভূমকা পালন করেন।উপস্তিত ছিলেন উত্তর ২৪পরগনার উসু এসোসিয়েশনের ফাউন্ডার ও সম্পাদক শম্ভু শেঠ ও এই ক্যাম্পের কর্ণধার সুজিত দে। এই দুদিনের ক্যাম্পে ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক শক্তি ছাড়াও এক বিশেষ শিক্ষা অর্জন করেন যা ভবিষ্যতে যেকোনো প্রতিযোগিতায় তাদের মানসিক শক্তি যেন কোনো রকম কম না হয় আর যে কোনো প্রতিযোগিতায় ভালো পারফর্ম করতে পারে।অভিভাবকদের ক্যাম্পের শেষে অনুরোধ করেন প্রতি মাসে এইরকম যদি ক্যাম্প করতে পারে তাহলে এই সব ছেলে-মেয়েরা ভবিষ্যতে একটি উজ্বল মুখ তৈরি হবে এই উসু এসোসিয়েশনের।
সর্বশেষে সকলকে সার্টিফিকেট,মিষ্টি দিয়ে এই দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।