পৌরনির্বাচন শেষ হতেই সন্ত্রাস শুরু কোচবিহারে। কুচবিহার জেলার তুফানগঞ্জ পুরসভার ১২ টি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বুধবার সন্ধ্যায় তুফানগঞ্জ বিধানসভার শালবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নাগুর হাট বাজার বিজেপি কার্যালয় ভাংচুরের করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যে সাতটা নাগাদ তৃণমূলের পক্ষ থেকে নাগুর হাট বাজারে একটি মিছিল করা হয় আর সেই মিছিল চলাকালীন এই কার্যালয় ভাঙচুর হয়েছে । পৌর নির্বাচন শেষ হতেই ফের শুরু হলো সন্ত্রাস।