মুক্তিযোদ্ধা প্রতিনিধি:-
প্রথম বর্ষ উদ্যাপরয়েল রয়েল বেঙ্গল মাস্টার চিফ অর্গানাইজেশনের stayotel, হোটেলে ২৪শে ফেব্রয়ারী। বিভিন্ন দেশ-বিদেশের সেফদের নিয়ে একটি রান্নার প্রতিযোগিতার আয়োজন করেন।এই প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন নামি-দামি হোটেলের সেফরা আসেন। তিনটি রাউন্ডের মাধ্যমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের বেছে নেওয়া হয় ।মোট চারজন জাজ ছিলেন এই প্রতিযোগিতায় তারমধ্যে ভারতের দুজন ও রাশিয়া,বাংলাদেশের একজন করে জাজ ছিলেন। বাংলাদেশের মাস্টার চিফ ফারজানা তাবাস্সুম প্রথম, দ্বিতীয় ফ্রান্সের মাস্টার চিফ দমিনিকোয়ে ফ্লেয়াক্স ও তৃতীয় হয়েছেন নেপালের মাস্টার চিফ রমেশ বাহাদুর।এই রকম সেফদের নিয়ে প্রতিযোগিতা কখনো কোথাও হয়েছে বলে জানা নেই।দেশ-বিদেশে থেকে মাস্টার সেফদের নিয়ে এই রকম একটি প্রতিযোগিতা করার পিছনে যে মানুষটির অকালন্ত পরিশ্রম করেছেন তিনি হলেন এই সংগঠনের সভাপতি মাস্টার চিফ প্রীতম সরকার (ভারতের)।এই অভিনব প্রয়াস এক রকম মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেছেন। দেশ-বিদেশ থেকে আসা প্রতিযোগীদের সকলের মুখে একটাই কথা জীবনের বহু বছর পার করেছেন কিন্তু এই রকম ভাবনা সেফদের নিয়ে কেউ কোনোদিন ভাবেন নি যা আজ প্রীতম সরকার করলেন,তাই যেখানে যেমন অবস্তায় থাকেন না কেনো পতিযোগীর তারা এই অর্গানাইজেশনের ডাকে প্রতি বছরই আসবেন এই রকম একটি অনুষ্ঠানে আর মাস্টার প্রীতম সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই।এই অর্গানাইজেসকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার যে ব্রত নিয়েছেন প্রীতম সরকার তার প্রথম ধাপ সাফল্যের সাথে উত্তীণ হলেন আজকের দিনে।।