উজ্জ্বল ভট্টাচার্য্য, ইং ২২শে ফেব্রুয়ারী, ২০২২: মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুর নিগম – এর মেয়র হিসেবে শপথ নিলেন গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে এদিন দুপুরে শিলিগুড়ি পৌর কর্পোরেশন আয়োজিত শিলিগুড়ির বাঘা যতীন পার্কে নবনির্বাচিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মহা নাগরিক, সভাপতি, চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকালে শিলিগুড়ির মহাবীরস্থান এলাকা সংলগ্ন আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেওয়ার পর শিলিগুড়ি পুর নিগমে গৌতম দেব সহ একে একে এবারের পুর নিগম নির্বাচনে জয়ী সকল কাউন্সিলররা (জনপ্রতিনিধিরা) হাজির হন শিলিগুড়ি পুর নিগম এর সভাকক্ষে। সেখানে প্রথমে জয়ী ৪৭ জন জনপ্রতিনিধি। এরপর মেয়র পদে পদে নির্বাচিত হন ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দেব এবং ২৪ নং ওয়ার্ডের প্রতুল চক্রবর্তী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পরেই মেয়র হিসেবে শপথ নেন গৌতম দেব। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে শপথ নেন প্রতুল চক্রবর্তী। শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে আয়োজিত এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম মেয়র ও চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, শিলিগুড়ি পুর নিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। বিরোধী কাউন্সিলররা সহজ উপস্থিত সকলে মেয়র গৌতম দেব সহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিন শপথ গ্রহণের পরে নব নির্বাচিত মেয়র গৌতম দেব বলেন, “শহরের যা সমস্যা রয়েছে সেগুলি একে একে সমাধান করা হবে। যানজট সমস্যার সমাধান , পানীয় জলের সুব্যবস্থা, জমিহীনদের জমি, সহ অন্যান্য সমস্যাগুলো সমাধান করা হবে। বিরোধী দলের জনপ্রতিনিধিদের যোগ্য মর্যাদা দেওয়া হবে। তিনি শিলিগুড়ির উন্নয়নের জন্য বিরোধীদের সহযোগিতারও আহ্বান জানান। এদিন শপথ গ্রহণ এরপর শিলিগুড়ি পৌর কর্পোরেশন আয়োজিত শিলিগুড়ির বাঘা যতীন পার্কে দুপুর ১টা নাগাদ নবনির্বাচিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মহা নাগরিক, চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ রাজ্যের শাসক দলের স্থানীয় নেতা-নেত্রী, কর্মী সমর্থক সহ অরাজনৈতিক অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা । সেখানে বিরোধী দলের জনপ্রতিনিধি সহ সকলকে নিয়ে শিলিগুড়ির উন্নয়ন করবেন বলে এদিনের সভায় জানান প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের নবনির্বাচিত মেয়র গৌতম দেব। বাঘা যতীন পার্কের আয়োজিত এ-ই সম্বর্ধনা অনুষ্ঠানে যদিও উপস্থিত ছিলেন না বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধিরা সহ বিরোধী দলের নেতা -নেত্রীরা।