চারিদিকে ভোটের বাজনা ঢং ঢং করে বেজে চলেছে ২৭শে ফেব্রুয়ারির জন্য। সাধারণ মানুষ তাকিয়ে আছে পৌরসভার দিকে- কোনো পৌরসভা কোন রাজনৈতিক দলের দখলে যাবে। মহামারী করোনার জন্য পিছিয়ে গিয়েছিলো এই ভোটপর্ব,একটু স্বাভাবিক হতেই ভোটের লড়াইয়ের বাজনা বেজেছে।এরই মধ্যে রাজনৈতিক দলগুলির প্রচারে প্রচার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার এক প্রতিযোগিতা শুরু, আর এরই মধ্যে কিছু পৌরসভার ওয়ার্ড গুলি ভোটের আগেই উত্তপ্ত কারণ এই ভোটকে তাহারা তাদের জীবনের সর্ব উচ্চ শিরোপা বলে মনে করেন যেমনই হোক ভোটে হারা চলবে না তাতে যদি কোনো পরিবার ক্ষতিগোস্ত হোক বা জীবন হানি তাতেও তাদের কোনো পরোয়া নেই। এমনি একটি ওয়ার্ড বারাসাত সেই ওয়ার্ডে প্রচারে এলেন ভারতীয় জনতা পাটির দিলীপ ঘোষ বারাসাত ৮নম্বর ওয়ার্ড।
যে ওয়ার্ডে আছেন তিনমূলের প্রাক্তন কাউন্সিলার ও বর্তমানে ৭নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরুন ভৌমিক তিনি নিজেই এই দুটি ওয়ার্ড পরিচালনা করেন।সেইমতন প্রথম থেকেই উনি ৮নম্বর ওয়ার্ডের পরিচালনায় জন্য ভোটের আসরে নেমে পড়েছেন প্রথম থেকেই।প্রতিপক্ষকে কোনোভাবেই প্রচার করতে দেবেন না,দেওয়াল লিখন থেকে শুরু করে হোডিং-পোষ্টার কোনো কিছুই করতে না পারে তার জন্য সমস্ত প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছেন,এমনকি কোনো বিরোধী কর্মী বেরোতে না পারে তার জন্য যত রকম প্রচেষ্টা সব চেষ্টাই করছেন তৃণমূলের কর্মীরা।এই সমস্ত কায্য কলাপ ভারতীয় জনতা পাটির রাজ্য অফিসে পৌঁছলে সেখান থেকেই দিলীপ ঘোষ ৮ নম্বর ওয়ার্ডের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পাটির ক্যান্ডিডেট আভা চক্রবর্তীকে সাথে নিয়ে প্রচারে এলেন সাধারণ মানুষের কাছে।মানুষের প্রচুর আশীর্বাদ,ভালোবাসা কুড়িয়ে নিলেন প্রার্থী আভা চক্রবর্ত্তী মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিন্তু সবার একটাই প্রশ্ন যেমন ভাবে হিংসা ছড়িয়ে মানুষদের ভয় দেখিয়ে চলেছেন তাতে কতটা সাফল্য আসবে এটাই প্রশ্ন সাধারণ মানুষদের। তবে প্রার্থী আভা চক্রবর্ত্তী জানান ভোট একটি একদিনের খেলা সেটাকে নিয়ে এতো নোংরামি না করলেই হতো এই করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে তাতেও যদি হুস না হয় তবে মানুষ হবে কবে। মানুষ হয়ে মানুষের পাশে থাকবার জন্য যদি তাদের সুখে-দুঃখে কোনো কাজে আসতে পারি তাতে জেতা হারা বড় নয় মানুষের পরিচয়ই আসল আমরা অজান্তে অনেক ভুল করি বুজতে পারি না কিন্তু সেই ভুলগুলির জন্য কোনো মানুষের কোনো ক্ষতি হবে সেটা কাম্য নয় বলে জানান। সাধারণ মানুষের কাছে সেই বার্তাই পৌঁছে দিতে দিলীপ ঘোষ এলেন তাদের প্রার্থী আছেন এই ৮ নম্বর ওয়ার্ডে আপনাদের পাশে থাকবার জন্য আপনারা চাইলেই পাশে ও সাথে পাবেন আপনাদেরই একজন প্রতিনিধি ঘরের মানুষ উনার পাশে থাকুন এই বার্তাই দিয়ে বিদায় বেলায় তিনিও সেই অরুন ভৌমিকের পরিচালনায় তৃণমূলের কর্মীদের নোংরামির রাজনীতি নিজের চোখেই দেখে গেলেন।