ঘাটালে ভোট প্রচার করতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী শীতল কপাট সহ অন্যান্য বিজেপি কর্মীরা।
ঘাটালের কোতলপুর এ ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট বিজেপি কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেছিলেন ।অভিযোগ, কোতুলপুর এ প্রচারের সময় কয়েকজন তৃণমূল কর্মী শীতল বাবু এবং তার সাথে থাকা বিজেপি কর্মীদের মারধর করে। শীতলবাবুর হাতে লাঠির আঘাত করা হয় বলে অভিযোগ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভানেত্রী হাসি হালদার কে মারধর করা হয়।আক্রান্ত তিন বিজেপি কর্মীকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রাম কুমার দে বলেন, তৃণমূল কর্মীরা বিভিন্ন এলাকাতেই আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে আজ কোতুলপুর এ তৃণমূল কর্মীরা সরাসরি আমাদের প্রার্থী কে আক্রমণ করে। তিনি আরো বলেন পুলিশে খবর দেয়া হলেও পুলিশ অনেক দেরিতে এলাকায় পৌঁছেছে।
বিজেপির প্রার্থী শীতল বাবু বলেন, আমরা এলাকায় ঢোকামাত্র তৃণমূল কর্মীরা আমাদের ঘিরে ধরে এবং মারধর করে এবং আটকে রাখে।
এ বিষয়ে ঘাটাল বিধানসভার বিধায়ক তথা এবারের বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুই বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ।আমাদের কর্মীরা এই ঘটনার সাথে যুক্ত নয়, বিজেপি পরিকল্পিতভাবে এইসব করছে বলে জানান।।