মধ্যমগ্রামের সুভাষ ময়দানে ১৩ তম বর্ষ পরিবেশ সচেতন মেলার উদ্বোধন হলো মধ্যমগ্রামের পৌরসভার উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ সচেতন মন্ত্রী শুভেন্দু অদিকারী, খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক নির্মল কান্তি মাঝি, বারাসাত সংসদ কাকলি ঘোষ দস্তিদার, এছাড়াও বিশিষ্ট মান্যবর অতিথি বৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি মধ্যমগ্রাম পৌরসভার কর্ণধার রথীন ঘোষ মহাশয়ের সযযোগীতায় অরবিন্দ মিত্র মহাশয় পরিচালনা করেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ইনি পৌরসভার এই দপ্তরের কর্ণধার মানুষের পাশে থেকে মধ্যমগ্রাম বাসীকে সচেতনতা ও পরিবেশ দূষণের বার্তা পৌঁছে দিলেন আজ।।