স্বাধীন দাস। ঘন্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল সামুদ্রিক ঘূর্ণিঝড় পেতি। সোমবার দুপুর ১২টা ২৫মিনিট নাগাদ পূর্ব গোদাবরী জেলার কাটরে নিকো নাতে আঘাত হানে পেতি। বিজয়ওয়াড়া জেলায় ঝড়ের দাপটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এদিকে ঝড়ের কারণে উপকূলীয় জেলাগুলিতে ট্রেন, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কিছু কিছু জেলায় বৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন।