প্রদীপ সাঁতরা ….মশা বাহিত ডেঙ্গু নামক মহা রোগের বিনাশ করা ও তার হাত থেকে শিশুদের ও এলাকার প্রত্যেক মানুষদের সুস্থ রাখার উদ্দেশ্য নিয়ে উত্তরপাড়ার 16 নং ওয়ার্ডের পৌর সদস্য ও সমাজসেবী সুমিত চক্রবর্তী ( টুকাই) আজ 07/12/18 শুক্রবার সকালে উত্তরপাড়া লোরেন্স স্ট্রিটে র নেতাজি সুভাষ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওডোমশ ও মশা র হাত থেকে বাঁচার জন্য যাবতীয় ঔষধ বিতরণ করলেন । আজ পৌর সদস্য সুমিত চক্রবর্তী বলেছেন উনি এই ধরনের সামাজিক কাজ করার ও সমাজ থেকে ডেঙ্গু নামক রোগ কে নির্মূল করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি শুধু 16 নং ওয়ার্ডের মানুষদের নয় উত্তরপাড়ার সব ওয়ার্ডের মানুষদের অনুরোধ করেছেন নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার জন্য।