গত বৃস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে 157, বৈঠকখানা রোডের একটি বাড়ী থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।যারা গ্রেফতার হয়েছে তারা হল ধর্মেন্দ্র রায়(34), ধর্মেন্দ্র রায়(32) আর বিন্দেশওয়াড়ি রায়(53)। এরা বামাল সমেত ওই ঠিকানা থেকে ধরা পড়ে। এরা নকল তরল দুধ বানাচ্ছিল। এদের কাছ থেকে 321 লিটার তরল দুধ, পাচ কেজি ডিটারজেন্ট ও কেমিকেল, বাইশ কেজি এরারুট,এগারো কেজি মিল্ক পাউডার এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে । যার মূল্য ত্রিশ হাজার টাকা। আজ শুক্রবারএদের কোর্টে তোলা হবে।