স্বাধীন দাস। নিজের পরিজন বাড়ি ঘর ছেড়ে দেশের সার্থে যারা রাত দিন সীমান্তে প্রহরীর কাজ করে যাচ্ছেন। ভাতৃদৃতিয়ার দিন তাদের ভাইফাটা দিয়ে নজির করলেন বনগাঁর তরুচ্ছায়া ফাউন্ডেশনের সদস্য- সদস্যারা। এই দিন সকাল সকাল ভারত-বাংলাদেশ সীমান্তে গিয়ে কর্মরত বিএসএফ জওয়ানদের নিয়ম মেনে ভাইফোঁটা দিলেন তারা। ভাইফোঁটা দিতে পেরে খুশি তরুচ্ছায়া ফাউন্ডেশনের সদস্য সদস্যারা। এদিকে পরিজন ছাড়া ভাইফোঁটা নিতে পেরে বিএসএফ জওয়ান ভাইয়েরাও খুব খুশি।