আগামী ২৭শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর ২০১৮ সময়তে সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে চলেছে কমন ওয়েলথ ক্যারাটে প্রতিযোগিতার আসর,সেখানে ভারতের থেকে মাত্র ১৮জন প্রতিযোগী অংশ গ্রহন করার সুযোগ পেয়েছে, যার মধ্যে হুগলীর উত্তরপাড়া র অঙ্কনা দাস অন্যতম।মাত্র ১০ বছর বয়সে তার এই বিরল কৃতিত্ব যা সত্যিই কুর্নিশ যোগ্য, ইতিমধ্যেই জাতীয় ,রাজ্য ও জেলা স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অঙ্কনার ঝুলিতে রয়েছে ৪৫টি সোনা,৩০ টি রুপো ও ১৫টি ব্রোঞ্জ পদক, অঙ্কনার শিক্ষক হানসি প্রেমজিৎ সেন যথেষ্ঠ আশাবাদী অঙ্কনার পদক প্রাপ্তি নিয়ে।
এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের খরচ কপালে ভাঁজ ফেলেছে অঙ্কনার বাবা অনির্বান দাস ও মা সোমা দাসের,তাদের বক্তব্য প্রায় ১ লক্ষ ৬৫ হাজার টাকা খরচ মেয়েকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদেশে পাঠাতে, কিন্তু কোনো সরকারী বা বেসরকারী সাহায্য যদি তাদের মেয়ে পায় তাহলে হয়তো এই ছোট্ট মেয়েটির স্বপ্ন স্বার্থক হোক।