প্রদীপ সাঁতরা …অসহায় মানুষের পশে দাঁড়াতে এক বছর আগে ৯ই অক্টোবর উত্তরপাড়ার কয়েকজন বাইক আরোহী মিলে Bengal Royal রাইডার্স নামে একটি গ্রুপ তৈরী করেন। এই গ্রূপের মূল উদ্দেশ্য বিভিন্ন জেলা, রাজ্য ও রাজ্যের বাইরে বাইক চালিয়ে একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের খুঁজে বের করা ও পাশাপাশি নিজেদের সামর্থ মতো তাদের সাহায্য করা। এভাবে বছরের বিভিন্ন সময়ে Bengal Royal রাইডার্সরা বাইক চালিয়ে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যে তারা ঘুরে বেড়িয়েছেন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা চালিয়েছে বলে এই গ্রূপের পক্ষ থেকে জানানো হয়েছে। ৯ই অক্টোবর মঙ্গলবার Bengal Royal রাইডার্স এর এক বৎসর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এদিন অনুষ্ঠানে Bengal Royal রাইডার্স এর সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগ্রাম মিত্র (ICHFR-founder&secretary genarel), চিত্র সাংবাদিক প্রদীপ সাঁতরা, খাস সমাচার পত্রিকার সম্পাদক গোসাই চন্দ্র দাস , অভিষেক গুপ্ত (ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল পাওয়ার লিফ্ট চ্যাম্পিয়ন ) সহ অন্যান্য বিশিষ্ট বেক্তিবর্গ। এদিন কেক কেটে অনুষ্ঠান শুরু হয় । এরপর একটি প্রজেক্টরের মাধ্যমে তাদের সারা বছরের কার্যকলাপ তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনে আরো বেশি করে সাহায্যের হাত তারা বাড়িয়ে দেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে , সেই প্রতিজ্ঞা এদিন তারা সকলে মিলে নেয়।