প্রদীপ সাঁতরা : সম্প্রতি উত্তরপাড়ায় উত্তরপাড়া চিলড্রেনস ওন হোম বিদ্যালয়ের উদ্যোগে তিন দিন ব্যাপী এক প্রদর্শণীর উদ্বোধন হলো। প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধান অতিথি ধনঞ্জয় ভট্টাচার্য । মূলত বিজ্ঞান,ভাষা বিজ্ঞান ও সাহিত্য নিয়ে এই অভিনব প্রদর্শণী র আয়োজন করা হয় বিদ্যালয়ের ভবনে। ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি এই ধরণের কর্মকান্ডে অংশগ্রহণ সত্যিই কুর্নিশ যোগ্য।
এই প্রদর্শণীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক প্রবীর ঘোষাল, পুরপ্রধান দিলীপ যাদব, স্থানীয় পৌর সদস্য উৎপলাদিত্য ব্যানার্জী, সুমিত চক্রবর্তী ও তাপস মুখার্জী, প্রধান অতিথি ধনঞ্জয় ভট্টাচার্য ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিত্বরা।