উজ্জ্বল ভট্টাচার্য (রিপোর্টার) শিলিগুড়ি : শিলিগুড়ির মৃত ছোট্ট শায়েষা ব্যানার্জী র মৃত্যুকান্ডে দোষী ডাক্তার ও নার্সিংহোমে র কঠোর শাস্তির দাবীতে সোচ্চার শিলিগুড়ি সহ রাজ্যের অধিকাংশ মানুষ। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব – এ এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মৃত শায়েশা – র পরিবার ও পরিচিতরা। এইদিন শায়েশা – র বাবা সৌমিক ব্যানার্জী জানান শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি নার্সিং হোমের চিকিৎসক ডা. পি. পারেখ – এর বিরুদ্ধে তারা মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা সঠিক বিচার চান এবং এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তি চান।
অপরদিকে সুচিকিৎসার অভাবে শায়েশা – র মৃত্যুকান্ডের তীব্র
নিন্দা করে সমালোচনার ঝড় তুলেছেন বিভিন্ন ভাবে এই সমাজের বহু সাধারন মানুষ।
তারই অঙ্গ হিসেবে চিকিৎসার নামে ব্যাবসার অভিযোগে এই ঘটনার তীব্র নিন্দা করে
সঠিক বিচার এবং এ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবীতে শিলিগুড়িতে মোমবাতি মিছিলে পথে নামেন বহু সাধারণ মানুষ । শনিবার সন্ধ্যায় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক -এর সামনে থেকে শুরু হয় ঐ মোমবাতি মিছিল। এই মিছিলে সামিল হন মৃত শায়েশা – র বাবা সৌমিক ব্যানার্জী সহ ছোট বড় অনেক সাধারন মানুষ।