চারিদিকে এই প্রমোটারী রাজে র জন্য পুরোনো বাড়ি ভাঙার যে সর্বনাশা কাজ চলছে তারই এক মর্মান্তিক দুর্ঘটনার বলি হলো এক 40 বয়সের ব্যক্তি। আজ বিকেল প্রায় 4.45 মিনিটে উত্তরপাড়া 19 no ওয়ার্ডের সরোজ নাথ মুখার্জী স্ট্রিটে একটি বাড়ি ভাঙার সময় বিরাট আকারের একটা সিমেন্টের খণ্ড উপর থেকে পড়ে এক সাইকেল আরোহীর উপরে। ঘটনা স্থলেই ওনার মৃত্যু হয়, এবং আরও একজন পথচারী আহত হন মাথায়। তাকে হসপিটালে প্রথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়া হয়। আহত ব্যক্তির নাম প্রদীপ দাস বয়স 55 আনুমানিক, উনি উত্তরপাড়ার বাসিন্দা। নিহত ব্যক্তির নাম সুকুমার দাস বয়স আনুমানিক 40। উনি ওইসময় বাড়ি থেকে সাইকেলে করে নিজের দোকান খুলতে যাচ্ছিলেন। দমকল ও পুলিশ আসার আগেই স্থানীয় বাসিন্দারা এসেই ব্যক্তিকে বার করে আনেন। দমকল ও পুলিশ এসে ব্যক্তিকে হসপিটালে পাঠায়। সেখানে মৃতো বলে ঘোষণা করেন ডাক্তার। পাশের 16 no ওয়ার্ডের কাউন্সিলের সুমিত চক্রবর্তী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সবার সঙ্গে হাত লাগান এবং বলেন ঘটনাটা খুবই মর্মান্তিক ও দুঃখজনক। উত্তরপাড়া পৌরসবার চেয়ারম্যান দিলীপ যাদব মহাশয় ও চন্দননগর পুলিশ কমিশনারেট এর অফিসের রা আসেন। ইলেক্ট্রিক সিটি র অফিসারেরাও উপস্থিত হয়ে এলাকার আলোর connection বন্ধ করে দেয়া হয়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ওই সময়ের কিছু আগে সব স্কুলের ছুটি হয়েছিলো তার ফলে আরও বড়ো একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। দুর্ঘটনার ফলে চারদিক শোকের ছায়া নেমে এসেছে।