ডেঙ্গু, ডেঙ্গু, একটা আতঙ্ক চারদিকে, এই রোগের থাবা থেকে বাঁচবার জন্য যখন পশ্চিমবঙ্গের সব জায়গায় বিভিন্ন কর্মসূচি নেয়া হচ্ছে বিভিন্ন পৌরসবায় ঠিক তখনই উত্তরপাড়া পৌরসাভার ১৬ নং ওয়ার্ডের পৌরসদস্য টুকাই(সুমিত চক্রবর্তী) আজ বৃস্পতিবার সকালে স্থানীয় অধিবাসীদের সচেতন করার জন্য বিশাল পদযাত্রার আয়োজন করেন। এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যাতে ডেঙ্গুর থাবা থেকে মুক্তি পাবার জন্য এলাকা, নিজের বাড়ির চারদিকে পরিষ্কার পরিছন্ন রাখা, কোথাও জল না জমে থাকে তার দিকে নজর রেখে মানুষকে সচেতন করা। কারণ ওই জমা জলেই ডেঙ্গু-বাহক মশার জন্ম যাতে না হয়। এই সচেতনার পদযাত্রায় একলার সকল মানুষ, পৌর সদস্য সমাজসেবী টুকাই(সুমিত চক্রবর্তী) এর সঙ্গে অংশগ্রহণ করে ।