প্রেরণার পক্ষ থেকে রাখিবন্ধন উৎসব পালন করা হয়েছে । এটি সকলের মিলিত একটি ছোট্ট উদ্যোগ যা উত্তরপাড়া স্টেশনরোড থেকে শুরু করে অটো স্ট্যান্ড,উত্তরপাড়া জেনারেল হাসপাতালে, অগ্নি নির্বাপন কেন্দ্র, উত্তরপাড়া থানা এবং মসজিদ এর মানুষজনকে ও রাখি পড়ানো হয়েছে এই শোভাযাত্রার মাধ্যমে। সকলের সাহায্য এবং পাশে থাকার জন্য এই এইরকম এক সুন্দর দিনটিতে সকলকে একটি বন্ধনে বাঁধতে সক্ষম হয়েছে উত্তরপাড়ারার প্রেরণা সংস্থা। প্রেরণা আশা করবে ভবিষ্যতে এই দিনটিকে আরো সুন্দর ও বন্ধনময় করে তুলবে সকল জনসাধারণ।