শিলিগুড়ি, ২৪ শে আগস্ট ‘ ২০২৮ : আসামের আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এই রাজ্যে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে চায় কংগ্রেস । সেই উদ্দেশ্যে উত্তরবঙ্গের সংগঠনকেও আরও শক্তিশালী করার ডাক দিলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস এর পর্যবেক্ষক গৌরব গগৈ । শুক্রবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা কংগ্রেস এর দলীয় কার্যালয়ে বিধান ভবনে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সাথে এক সভা করেন। এ দিনের সভা শেষে আসামের প্রাক্তন মূখ্যমন্ত্রী তরুণ গগৈ এর পুত্র আসাম ও পশ্চিমবঙ্গের কংগ্রেসের পর্যবেক্ষক গৌরব গগৈ সাংবাদিকদের বলেন ‘ লোকসভা নির্বাচনের আগেই সংগঠনকে আরও শক্তিশালি করতে জোর দিতে হবে ‘।
এদিন এদিন তিনি সাংবাদিক বৈঠক থেকে এন আর সি নিয়ে একের পর এক তোপ দাগেন বিজেপিকে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের ভূল নিতীর জন্যেই আসামে জাতীয় নাগরিক পন্জীকরন নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। বিজেপি শুধু রাজনীতি করার জন্য ভারতীয় বাঙ্গালী, বিহারীদের অনুপ্রবেশকারী বলছেন। তিনি আরও বলেন – বিজেপি কংগ্রেসের প্রজেক্টগুলির নাম বদলে দেয়। আধার কার্ড – ও কংগ্রেসের প্রজেক্ট। জিএসটিও কংগ্রেসের প্রজেক্ট ছিল। কংগ্রেসের সকল ভালো কাজ নষ্ট করতে সফল হয়েছে বিজেপি। এ দিনের সভায় গৌরব গগৈ ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাইবার সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অনুপম ঘোষ, কংগ্রেস এর মাটিগারা-নক্সালবাড়ির বিধায়ক তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার সহ অনান্যরা ।