
বারাসাত শহরের পূর্ব বারাসত স্কুলের কাছে শ্রীধর এপার্টমেন্টে ১৩ শত স্কোয়ার ফুট জাগার উপর প্রায় ১০ হাজার প্রোডাক্ট নিয়ে একই ছাদের তলায় বারাসাত বাসীর কাছে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ১লা অগাস্ট উদ্ভোধন হয়ে গেল স্পেন্সারের। প্রতিদিনের কাঁচা সবজি থেকে টাটকা মাছ,ফল,জামা-কাপড় থেকে সমস্ত কিছুই পাওয়া যাবে বলে কর্তিপক্ষ জানান। প্রতি সপ্তাহের বুধ বার বিশেষ অফার থাকবে ও ক্রেতাদের জন্য গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে বলে জানান। একই ছাদের তলায় সঠিক মূল্যে সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই স্পেন্সারের উদ্দেশ্য।