বেলঘরিয়া মানষবাগ ক্লাবের ৭১ তম বর্ষের শারদ উৎসবের সুভ সূচনা হল আজ খুঁটি পূজার মধ্য দিয়ে । এ বছরের পূজার থিম্ প্রত্যাশা । পরিকল্পনা ও ভাবনায় শিল্পী মানষ রায় । প্রতিমা শিল্পী কুমার টুলি র সনাতন পাল। খুঁটি পূজোতে উপস্থিত ছিলেন সিধু । থার্ড আই কর্ণধার অতনু পাল। হ্যান্ডশ্যাডো গ্রাফিক্স আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী অমর সেন। অভিনেতা পুন্নিপুকুর সিরিয়ালের সন্দীপ দে। সিটি কেবলের কর্ণধার তিনকড়ি দত্ত। কামারহাটি পৌরসভার উপপৌর প্রধান তুষার চ্যাটার্জী। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান বিমল সাহা।