
বর্ষার শুরুতেই রাস্তার খানাখন্দ দেখা দিলো উত্তরপাড়ায়। উত্তরপাড়া কোতরং পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোড দীর্ঘ দিন ধরে বেহাল দশা, গতকাল বিকেলে একজন স্কুল ছাত্র সাইকেল করে যাওয়ার সময় পরে যায়, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। স্থানীয় পৌরসভার কাউন্সিলর কে জানিয়ে কোনো লাভ হয় নি বলে আজ সকাল থেকে রাস্তায় বাঁশ, কাঠ, সাইকেল ফেলে অবরোধে বসে এলাকার মানুষ। দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ। তাতে ওই সময়ে স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও অফিস যাত্রীরা , যানবাহনে থাকা মানুষেরা খুব সমস্যায় পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ দিন ধরে পৌরসভায় জনিয়ে কিছূ হয় নি,তাই আজ শুধু অবরোধ করেছি আগামী দিনে রাস্তা সারাই না হলে রাস্তা কেটে অবরোধ করবো। 16 নম্বর ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর সুমিত চক্রবর্তী(টুকাই) পৌরসভার পক্ষ থেকে বলেন আমি পৌরপ্রধান কে এই ব্যাপারে কথা বলেছি উনি আমার কথা শুনে কথা দিয়েছেন সমাধান করবেন যতো শ্রীঘই।
দেখুন ভিডিও