গতকাল হুগলী জেলার উত্তরপাড়া বিধানসভা এলাকার রঘুনাথপুর পঞ্চায়েত এলাকার প্রায় ২০০ জন বিজেপি কর্মী এলাকার বিধায়ক প্রবীর ঘোষালের নেতৃত্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণা য় তৃণমূল কংগ্রেস দলে যোগদান করে। তৃণমূল দলের দাবী আগামী দিনে মমতা ব্যানার্জীর আদর্শে আরো দলে দলে বি জে পি র কর্মী রা তৃণমূল দলে যোগদান করবে মমতা ব্যানার্জীর উন্নয়নের সামিল হতে।যদিও বিশেষজ্ঞদের মতে শহীদ দিবসের আগে গতকাল প্রধান মন্ত্রীর বাংলা য় কৃষক কল্যাণ সমিতির সভা করে যাবার পর বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান যথেষ্ট ভাবাচ্ছে রাজ্য বি জে পি দলের অন্দরে।