প্রদীপ সাঁতরা…… ১৯৩৮ সালের ১৭ই জুলাই নেতাজী সুভাষ চন্দ্র বসু কে তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে সুবে বাংলার প্রথম পৌরসভা উত্তরপাড়া পৌরসভার পক্ষ থেকে নেতাজীকে সম্বর্ধনা দেবার জন্য আমন্ত্রণ জানানো হয় ,সেই সময় জাতীয় কংগ্রেস এর সভাপতি কে রাষ্ট্রপতি বলা হত।
১৯৩৮ সালের ১৭ই জুলাই বর্ষ মুখর সেই দিনে নেতাজী কে বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায় প্রতিষ্ঠিত সুবে বাংলার প্রাচীনতম উত্তরপাড়া পৌরসভা(১৮৫৩) তে পদার্পন করেন ও নেতাজীকে সম্বোধিত করা হয়।গত মঙ্গলবার 17.07.18 উত্তরপাড়া পৌরসভা কর্তৃক নেতাজী র উত্তরপাড়া য় আগমন ও সেখানে সম্বর্ধনা র ৮০ তম বর্ষ পূর্তি উপলক্ষে বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায় এর পরিবারের সদস্য সমরেশ চট্টোপাধ্যায় এর অনুরোধে ও পৌরসভার উদ্যোগে প্রাচীন এই পৌরসভায় বর্তমানে নেতাজী ভবন ও নেতাজী র আবক্ষ মূর্তি আনুষ্ঠানিক ভাবে স্থাপন করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায়, পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব, এছাড়া পৌর প্রতিনিধি গণ ও এলাকার সনামধন্য ব্যক্তি থেকে গুণী জনেরা।