পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ ময়দানে কৃষক কল্যাণ সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সরকারকে তুলোধুনা করলেন। পশ্চিমবঙ্গের মাটিতে এদিন জনজোয়ারে পূর্ন বিশাল সমাবেশ দেখে মোদি প্রথমে বাংলায় ভাষন শুরু করে বলেন, এই বিশাল জনসমাবেশ দেখে আমি খুশি। বৃষ্টির মধ্যেও অসংখ মানুষ আমাকে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। যা দেখে আমি বিস্মিত। আমাকে স্বাগত জানাতে করজোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে, এর জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ। তৃনমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। মোদি এদিন দাবি করেন, তাঁর সরকার জনগনের সরকার। বিজেপি কৃষকদের জন্য ফসলের সহায়ক মূল্য বাড়িয়েছে। বিজেপির আগে ভারতে কেউ কৃষকদের কথা ভাবিনি বলেও মোদি এদিন দাবি করেন। মোদি বলেন, ভারতের মাটিতে গ্রামের উন্নয়ন না হলে শহর এগোত পারবে না। এদিন মোদি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারকে কটাক্ষ করে বলেন, এই রাজ্যের মা মাটি মানুষের সরকার আসলে সিন্ডিকেটের সরকার। পশ্চিমবঙ্গে স্কুল, হাসপাতাল যাই হোক না কেন, সিন্ডিকেট ছাড়া হয় না। কে কোথায় ইট, বালি সিমেন্ট কিনবে সেটাও ঠিক করে সিন্ডিকেট। বিরোধীদের হত্যা করার জন্যেও পশ্চিমবঙ্গে রয়েছে সিন্ডিকেট। বামফ্রন্ট জমানার থেকেও বর্তমানে পশ্চিমবাংলার অবস্থা খারাপ। এই রাজ্যের ছোট বা বড়ো ব্যাবসায়ী সবাই সিন্ডিকেটের অধীন। ভোট ব্যাঙ্কের জন্যেও সিন্ডিকেট ব্যাবহার করা হচ্ছে। এখানে সিন্ডিকেটের ইচ্ছাতেই সব হয়। রাজনৈতিক সিন্ডিকেট ভোটব্যাঙ্কের জন্য বাংলাকে অপমান করছে। পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হয়েছে। এখানে দলিত বাবা মায়ের সন্তানদের হত্যা করা হয়েছে। পশ্চিমবাংলায় গনতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এই রাজ্য থেকে বামেদের সরাতে সময় লেগেছে। এবার এই জুলুম থেকে মুক্তি পেতে হবে। সকলের সাহস থাকলে যতোবড়ো সিন্ডিকেটই থাকুক না কেন তা একদিন নড়ে যাবেই।