হুগলির কোন্নগরে শ্বশুরবাড়িতে ঢুকে গুলি করে স্ত্রীকে খুন করল এক ব্যক্তি। ধৃতের নাম সুলতান আলি। বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করে সে। বিবাহ বিচ্ছেদের মামলা করায় আক্রোশবশত খুন বলে অনুমান করা হচ্ছে। মৃতার নাম শুভলগ্না চক্রবর্তী। অভিযুক্ত স্বামী মহম্মদ সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, স্ত্রীকে উদ্দেশ্য করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে অশালীন মন্তব্য করা এবং শ্বশুরবাড়িতে হামলা চালানোর অভিযোগে এর আগেও দু’বার গ্রেফতার হয় সুলতান। কোন্নগরের অলিম্পিক মাঠ সংলগ্ন এলাকায় বাবা তুষার চক্রবর্তী ও মা শুভ্রাদেবীর সঙ্গে থাকতেন শুভলগ্না। বৃহস্পতিবার সন্ধ্যায় মা–বাবার সঙ্গে কাছেই কাকার বাড়িতে গিয়েছিলেন শুভলগ্না। অভিযোগ, সন্ধে সাড়ে ৭টা নাগাদ তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন তাঁদের পিছন পিছনই ঘরের মধ্যে ঢুকে পড়ে সুলতান। ঘরে ঢুকেই দরজা আটকে দেয়। তারপরই পিস্তল নিয়ে স্ত্রী শুভলগ্নার উপর চড়াও হয় সুলতান। এরপরই শুভলগ্নাকে গুলি করে সে। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন শুভলগ্নার মা–বাবাও। পিস্তলের বাঁট দিয়ে তাঁদের মাথায় মারে অভিযুক্ত। তারপরই সেখান থেকে চম্পট দেয় সুলতান।