
অভিযোগ কোন্ননগর স্টেশন সংলগ্ন এই গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা রমরমিয়ে চলছিলো।আজ রাতে CID র দশ জনের একটি টিম হঠাৎই হানা দেয় এই গেস্ট হাউসে।ঘটনাস্থল থেকে ৮ জন মহিলা ও ৪ জন পুরুষ কে আটক করে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া থানায়।এছাড়াও গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার করা হয় 10টি মোবাইল, নগদ টাকা ও গভীর রাত পর্যন্ত তদন্ত করে আরো বেশ কিছু তথ্য হাতে আসে CIDর।সূত্রে খবর কোন্নগর স্টেশন সংলগ্ন হওয়ায় রমরমিয়ে চলছিল এই কারবার।দালাল মারফত গ্রাহক জোগাড় হত এখানে।সোশাল মিডিয়াকে কাজে লাগিয়ে তরুণীদের ছবি পাঠানো হত গ্রাহকদের।পছন্দ হলেই টাকার বিনিময়ে এই কারবার চলত।পৌরসভার এই ঘরের 1ঘন্টার ভাড়া ছিল 400 থেকে 500 টাকা।এছাড়াও দালাল মারফত টাকা পেমেন্ট করতে হত গ্রাহক কে।এখনো পযন্ত যেটা জানা গেছে তরুণীদের বাড়ি তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটি এলাকায়।গ্রাহকরা বেশিভাগই উত্তর ২৪ পরগনা পরগনা সহ বিভিন্ন জায়গা থেকে আস্ত।পৌরসভার তিন তলার এই ফ্লোরে 5 থেকে 6 টি ঘরে গভীর রাত পর্যন্ত এই কারবার চলত। স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই কারবারের বাড়বাড়ন্ত শুরু হয়েছে, CID সূত্রে জানা গেছে এই মধুচক্র হাতে নাতে ধরা পড়েছে।এদের মধ্যে নাবালিকা থাকায় আগামীকাল চুঁচুড়া কোর্টে তোলা হবে।এই গেস্ট হাউস টি CID অফিসাররা শীল করে দিয়ে যান।
