প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক কবি অসীম সাহা , সভাপতিত্ব করেন দিগম্বর দাসগুপ্ত , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবি শ্রী সুরঞ্জন দাসগুপ্ত , শ্রী সঞ্জয় ঘোষ (প্রাক্তন অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয় ) বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী হিরেন মল্লিক , শ্রী নীলাদ্রি বিশ্বাস . সংগীত শিল্পী ড . অঞ্জনা রায়, দূর্গা হালদার সংযুক্ত ঘোষ . নীলেশ বি যাদব , কৌশিক সরকার প্রমুখ …, বিশ্ববার্তা প্রকাশনী থেকে প্রকাশিত হয় 4 টি বই , মেঘমল্লার (অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশন ) এর 2015 – 2018 সালের রাজ্য স্তরে ছাত্র – ছাত্রীদের পুরস্কৃত করা হয় . বেশ কিছু গুণী ব্যক্তিদের অনন্য সম্মান প্রদান করা হয় . তাঁদের মধ্যে ছিলেন শ্রী অসীম সাহা (সাহিত্যিক, বাংলাদেশ ) শ্রী দিগম্বর দাসগুপ্ত ( সাহিত্যিক , চিত্রশিল্পী, কার্টুনিস্ট , ছড়াকার , ইত্যাদি প্রতিভাধর ব্যক্তিত্ব সম্মান , ভারত ) ড . প্রসেনজিৎ সরকার ( সাহিত্যিক ) , চিত্রশিপ্লী গৌতম বান্দ্যোপাধ্যায় , (ভারত )শ্যামল চট্টোপাধ্যায় ( লোকসাহিত্য সম্মান-2018 ) সংগীতা দে চক্রবর্তী (সঙ্গীত সম্মান -2018 , ভারত )