গত ০৭.০৭.২০১৮ তারিখে শনিবার উত্তরপাড়া বিধানসভা এলাকার মাননীয় বিধায়ক প্রবীর ঘোষালের উদ্যোগে উত্তরপাড়া বিধানসভা এলাকার ২০১৮ সালের সফল কৃতী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তরপাড়া রাজা প্যারি মোহন কলেজে র শত বার্ষিকি সভাঘরে।
ওই দিন ২০১৮ সালের সফল কৃতী মাধ্যমিক পরীক্ষার মোট ১৭ জন ছাত্র ছাত্রীদের ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১৮ জন ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়।
ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল, উত্তরপাড়া কোতরং পৌরসভার পুরপ্রধান দিলীপ যাদব,প্রাক্তন পুরপ্রধান পিনাকী ধামালি,পুরপরিষদ তাপস মুখার্জী, সুমিত চক্রবর্তী, পুরপ্রতিনিধি ইন্দ্রজিৎ ঘোষ, সুব্রত মুখার্জী এছাড়াও অন্যান্য পুরপ্রতিনিধি ও নব নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা।