সকাল ১০টা নাগাদ কলকাতার কলেজ স্ট্রিটে প্রকাশ্য রাস্তায় যুবককে মারধর করে কোপাল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, চার থেকে পাঁচজন দুষ্কৃতী এদিন সকালে আচমকা ওই যুবককে ঘিরে ধরে মারতে থাকে। ওই যুবককে মাটিতে ফেলে কোপাতে শুরু করে দুষ্কৃতীরা। এরপরই স্থানীয়রা দুষ্কৃতীদের তাড়া করলে তারা চম্পট দেয়। তবে দু’জনকে ধরে ফেলে জোড়াসাঁকো থানার পুলিসের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আক্রান্ত যুবককে রক্তাক্ত অবস্থায় তাঁরাই হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের আটক করে জেরা করে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিস। তবে পুলিশের অনুমান, কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটের একাংশের ক্ষমতা দখলকে ঘিরে দীর্ঘ দিন ধরেই দুই গোষ্ঠীর বিবাদ ছিল। সেই পুরনো শত্রুতার জেরেই এই হামলা।