সুইজারল্যান্ড :- ০
সুইডেন :- ১
২৫ ম্যাচে মাত্র একটি হারের অবিশ্বাস্য রেকর্ড নিয়ে সুইডেনের বিপক্ষে শেষ ষোলোতে মাঠে নামে সুইজারল্যান্ড। সেন্ট পিটার্সবার্গে দুই দলই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে। গোলশূন্য স্কোরে প্রথমার্ধ শেষ করে দুদলই।
দ্বিতীয়ার্ধে ৬৬’ ফ্রসবার্গের গোলে এগিয়ে যায় সুইডেন।এরপর সুইডেনের ডিফেন্সে আছড়ে পড়ে একের পর এক সুইস আক্রমন। ‘চীনের প্রাচীরের’ মতন একের পর এক আক্রমণ প্রতিহত করেন সুইডেনের অধিনায়ক গ্রানকুইভিস্ট। ৯০+৩’ গতিময় কাউন্টার অ্যাটাকে সুইস ডিফেন্স প্রায় ভেঙে ফেলে সুইডেন। আইনবিরুদ্ধভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ল্যাঙ্গ। প্রথমে পেনাল্টি দিলেও ভার দেখে পরে ফ্রি কিকের সিদ্ধান্ত জানান রেফারি। ১-০ ফলে সুইসদের হারিয়ে ১৯৯৪ এর পর কোয়ার্টারে পৌঁছে যায় সুইডেন।