৩৫’ কুটিনহোর নিখুঁত পাস থেকে পাউলিনিহোর গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে হেডে গোল করে ২-০ করেন থিয়াগো সিলভা। সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল ব্যবধান দ্বিগুণ করে ৬৮তম মিনিটে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপে নক আউটে যেতে গেলে সার্বিয়াকে জিততেই হত। কিন্তু শেষমেশ সেলেকাওদের কাছে ২-০ ফলে হেরে বিশ্বকাপ ফুটবল মহাযজ্ঞ থেকে বিদায় নিল সার্বিয়ানরা।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল।
অপরদিকে সুইজারল্যান্ড কোস্টারিকার বিরুদ্ধে দুবার এগিয়ে গিয়েও ম্যাচ শেষ হল ২-২ ফলে।গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে গেল সুইজারল্যান্ড আর রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল নর্থ আমেরিকানরা। সুইসদের হয়ে ৩১’ জেমেইলি এবং ৮৮’ ডারমিচ গোল করেন। আর কোস্টারিকার হয়ে ওয়াটসন গোল করেন এবং অপর গোলটি পেনাল্টি থেকে বল ফিরে আসার সময় সুইস গোলরক্ষক সোমারের পিঠে লেগে গোলে ঢুকে যায়।