উজ্জ্বল ভট্টাচার্য , শিলিগুড়ি, ২৯ শে জুন ২০১৮: শিলিগুড়িতে ভিসা অফিস খুলতে আগ্রহী বাংলাদেশ । শিলিগুড়ি শহরের গুরুত্ব বারছে, পর্যটকদের সংখ্যাও আগের থেকে অনেক বেরেছে মূলতঃ এসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করেই খুব শিঘ্রই শিলিগুড়িতে খোলা হতে পারে ভিসা অফিস । শুক্রবার শিলিগুড়িতে এসে সাংবাদিকদের একথা জানালেন বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। স্বভাবতই এ খবরে খুশি বহু পর্যটক ও অধিকাংশ পর্যটন ব্যবসার যুক্ত ব্যবসায়ী ।
শুক্রবার দার্জিলিং থেকে দিল্লি ফেরার আগে শিলিগুড়িতে নর্থ বেঙ্গল অফ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, শিলিগুড়িতে পর্যটকদের সুবিধার্থে ভিসা অফিস খোলার চেষ্টা চলছে । ভারত- বাংলাদেশ- ভুটান- নেপালের মধ্যে ট্রাকচলাচলও শিঘ্রই শুরু হবে । ভারত-বাংলাদেশের সাথে রেলপথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয়েও আলোচনা চলছে । তিনি এদিন আরও বলেন অবিলম্বে তিস্তা জলবন্টন চুক্তির ব্যাপারেও আশাবাদী তিনি । এদিন তিনি উপস্থিত সাংবাদিকদের সাথে বেশ কিছু বিষয়ে খোলামেলা কথা করেন ।