চন্দননগর পুলিশ কমিশনারেট এর ১ বছর পূর্তি উপলক্ষ্যে কোন্নগর কালিতলা মাঠে উত্তরপাড়া থানার উদ্যোগে ইস্টবেঙ্গল অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের সঙ্গে মোহন বাগান অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের সাথে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।খেলা শুরু হবার আগে দু দলের সমর্থকদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ করা যায়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট এর কমিশনার অজয় কুমার, ডি সি পি হেডকোয়ার্টার বৈভব তিওয়ারি, এ সি পি শ্রীরামপুর মল্লিকা গর্গ, আই সি উত্তরপাড়া থানা মধুসূদন মুখোপাধ্যায়, বিধায়ক প্রবীর ঘোষাল, বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, এছাড়াও বিশিষ্ট ব্যক্তি বর্গ রা।
এই প্রীতি ফুটবল ম্যাচে অনূর্ধ্ব ১৯ ইস্ট বেঙ্গল দল ২-১ গোল এ জয়ী হয়।এই ফুটবল ম্যাচ কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ করা যায়।