বিশ্বকাপের লাইভ কভারেজ চলাকালীন হঠাৎই মহিলা সঞ্চালকের স্তনে হাত রেখে গালে চুমু খান এক আগন্তুক সমর্থক।সেই যৌন হেনস্থা নিয়ে রাশিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরাসরি সম্প্রচার চলাকালীন অশালীন আচরণের পরে প্রশ্ন উঠছে মহিলা সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও। বিশ্বকাপের নিরাপত্তাই দাঁড়াচ্ছে প্রশ্নের মুখে।
ঘটনা সারানস্ক শহরে। জুলিয়েথ গঞ্জালেজ থেরান ,কলম্বিয়ার এক মহিলা সাংবাদিক সরাসরি সম্প্রচারে ছিলেন,এক জার্মান টিভির স্প্যানিশ নিউজ চ্যানেলের হয়ে। কথা বলার সময়ই ফ্রেমে ঢুকে এসে শ্লীলতাহানি ও চুম্বন করেন গালেও এবং হাসিমুখে বেরিয়ে যান।
বিশ্বকাপের লাইভ কভারেজে মহিলা সঞ্চালকের স্তনে হাত রেখে চুমু আগন্তুকের
RELATED ARTICLES