শুভব্রত মুখার্জি, হল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ান্স ট্রফি হকির ওপেনিং ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিল ভারত। গোল করলেন রমনদীপ সিংহ,দিলপ্রিত সিংহ,মনদীপ সিংহ এবং ললিত।
প্রথম কোয়ার্টারে কোন গোল করতে পারেনি ভারত। দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই খেলা বদলে যায়। ২৫ মিনিটে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ সিংহ। ৫৪’ ব্যবধান বাড়ান দিলপ্রিত সিংহ। ভারতের তৃতীয় গোলটি পেনাল্টি কর্নার থেকে মনদীপ সিংহের। খেলার ফল দাঁড়ায় ৩-০।৫৯ মিনিটে ললিতের গোলে ৪-০ ফলে ম্যাচ জিতে নেয় ভারত।
হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে পর্যুদস্ত করল ভারত
RELATED ARTICLES