শুভব্রত মুখার্জি, ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসয়ের হয়ে তৃতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হলেন ধোনিরা।আট উইকেটে হারল সানরাইজার্স হায়দ্রবাদকে। শেন ওয়াটসন একাই চ্যাম্পিয়ন করলেন চেন্নাইকে।করলেন অনবদ্য শতরান।
টসে জিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান ধোনি। ব্যাট করতে নেমে শুরুতেই রান আউট হয়ে ফিরে যান শ্রীবৎস গোস্বামী। দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের পার্টনারশিপ ধাওয়ান(২৬) , উইলিয়ামসন(৪৭) জুটির।সাকিব(২৩) ইউসুফ পাঠান(৪৫*) এবং ব্রাথওয়েট (২১) ব্যাটে ভর করে ২০ ওভারে ১৭৮/৬ শেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১টি করে উইকেট নেন জাদেজা,ঠাকুর,ব্রাভো,এনগিডি,কর্
ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পরে যায় চেন্নাই। চতুর্থ ওভারে সন্দীপের স্লোয়ার বলে আউট হন ডু-প্লেসিস। ওয়াটসন (১১৭*) ,সুরেশ রায়না (৩২),রায়ডুর(১৬*) ব্যাটে ভর করে ২ওঢ়ার বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যান ধোনিরা।
১১তম আইপিএলের চ্যাম্পিয়ান ধোনিরা
RELATED ARTICLES