নিজস্ব সংবাদদাতা : ৯৮ বছর বয়সে বিকেল সাড়ে পাঁচটায় পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান লোকসংগীত শিল্পী অমর পাল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে কয়েক দিন ধরে ঐ হাসপাতালে ভর্তি ছিলেন। কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম , মাত্র ১০ বছর বয়সে তাঁহার বাবার মৃত্যু হয় । মা দুর্গাসুন্দরীর কাছেই গানের প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন । ১৯৪৮ সালে কলকাতায় এসে সেকালের প্রথিতযশা শিল্পী সুরেন চক্রবর্তী, মণি গাঙ্গুলী ও ননীগোপাল বন্দ্যোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষার সুযোগ পান । আকাশবাণীতে অডিশন দিয়ে ১৯৫১ সালে সঙ্গীত যাত্রা শুরু । সিনেমায় প্লে ব্যাক প্রথম হীরক রাজার দেশে ছবিতে সত্যজিত রায়ের নির্দেশনায় তাঁহার প্রথম গান গাওয়া – “কতোই রঙ্গ দেখি দুনিয়ায়”। এরপর থেকেই জনপ্রিয়তা অর্জন করেন । পরে ঋতুপর্ণ ঘোষের ছবিতেও প্লে ব্যাক করেছেন অসাধারণ এই শিল্পী । দীর্ঘ ৬৮ বছর ধরে বাঙলার লোক সংগীতের মাধুর্য তাঁহার কন্ঠে । প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে, রাই জাগো , জাগো রে নগরবাসী, থেকে শুরু করে অসংখ্য গান অমর হয়ে থাকবেন এই মানুষটির অনুপম গায়নশৈলীর সুবাদে । বেশ কয়েক বছর আগেই গত হন তাঁহার স্ত্রী পুতুলরানী । আমরা হারালাম বাঙলার মাটির গন্ধ মাখা অসামান্য এক শিল্পীকে । তাঁহার কন্ঠের অতুলনীয় সম্পদ অনেক আগেই অমরত্ব লাভ করেছেন!
-আবার একজন মহান শিল্পী কে হারালো বিশ্ববাসী।
Comment here