জেলাদেশরাজ্যলোকসভা ভোট ২০১৯

৬ বছরের জন্য তৃনমূল থেকে সাসপেন্ড শুভ্রাংশু রায়………

৬ বছরের জন্য মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। এদিন বীজপুরে শুভ্রাংশুর সাংবাদিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত দলের তরফে জানান পার্থ চট্টোপাধ্যায়।শুভ্রাংশু যে ধরনের কথা বলছেন তাতে দল ক্ষুব্ধ বলে জানিয়ে দেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন। দলের তরফে বিজেপির মুকুল রায়ের ছেলে তথা তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়কে দল দলীয় নীতিতে শৃঙ্খলাপরায়ণতার জায়গা থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, এর আগে এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে বীজপুরের তৃণমূল সাংসদ শুভ্রাংশু রায় জানান, ভোটের ফলাফলের পর তাঁকে তৃণমূলের দলীয় বৈঠকে ডাকা হয়নি। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাঁকে ‘গদ্দারের ছেলে’ বলে দাবি করেছেন, তা নিয়েও বেশ বিরক্ত শুভ্রাংশু।

এরপরই তিনি ওই প্রেস কন্ফারেন্সে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল তাড়িয়ে দিলে তিনি কী করবেন তা নিয়ে ভাবছেন। এবিষয়ে মমতা নয় বরং মুকুল রায়ের সঙ্গে কথা বলে আগামীর পদক্ষেপ ঠিক করার বিষয়ে এগোবেন বলে জানান শুভ্রাংশু।

Comment here